ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রেডক্রিসেন্ট এর উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের স্যালাইনযুক্ত পানীয় জল পরিবেশন করা হয়েছে। বুধবার (১মে) সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়স্থ সড়ক মহিলা কলেজের সামনে এ কর্মসূচী পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, যুব প্রধান সাথী আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ ।
রেডক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু বলেন, “বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্দেশক্রমে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব সদস্যরা কয়েকদিন যাবত তীব্র তাপদাহের কারণে রিকসা চালক ও পথচারীদের মধ্যে পানীয় জল পরিবেশন করছেন।প্রতিদিন ৩শত জনকে পানি পান করানোর চেষ্টা করা হবে। এভাবে চলবে যতদিন তাপ প্রবাহ থাকবে।তাপ প্রবাহ কমে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।”
পথচারী ও শ্রমজীবি মানুষ স্যালাইনযুক্ত পানীয় জল পান করে সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।