কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের হতদরিদ্র মোঃ আব্দুর রশীদ বাঁচার আকুতি জানিয়েছেন। তিনি কোলন ক্যান্সার রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এরশাদুল হকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাড়ি ভিটা ৫ শতাংশ জমি ছাড়া কোন আবাদি জমি জমা নেই তার। ২ পুত্র সন্তানের জনক তিনি। দিন মজুরীর কাজ করে সংসার চলতো তার। ৩ মাস আগে গলায় টিউমার থেকে মরন ব্যাধি কোলন ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় কোন কাজকর্ম করতে পারছেন না তিনি। ডাক্তার তাকে ৫ টি কেমো থেরাপি দিতে বলেছেন। একটি থেরাপি দিতে ১৮ হাজার টাকা লাগে। কোন রকমে টাকা জোগার করে ২ বার কেমোথেরাপি দিয়েছেন। অর্থের অভাবে ৩ টি কেমোথেরাপি দিতে পাচ্ছেনা তিনি। কিন্তু বাকী টাকার সংস্থান না থাকায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগোচ্ছেন আব্দুর রশীদ । সরকার ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্য কামনা করে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা মুঠোফোন (বিকাশ ও নগদ) ০১৯৬৩৫৭৫২৩০