কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
তিসতা ডিগ্রী কলেজের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বুধবার কলেজ হল রুমে অধ্যক্ষ আলহাজ¦ আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য ব্যাংকার শফিকুল ইসলাম, তিস্তা কেআর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ সারওয়ার আলম, প্রভাষক আরিফুর রহমান আরিফ, বিদায়ী পরীক্ষার্থী রানা, আশফিয়া বিনতে জামান সিমথি, একাদশ শ্রেনীর ছাত্রী শিম্পা রানী প্রমূখ। আলোচনা শেষে দেশ জাতি ও ছাত্র-ছাত্রীর কল্যানে দোয়া করা হয়।