শনিবার , ফেব্রুয়ারি ১৫ ২০২৫
Home / জাতীয় / নাঈমুল ইসলাম ও তার পরিবারের ১৬৩ ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা!

নাঈমুল ইসলাম ও তার পরিবারের ১৬৩ ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৩৮৬ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে প্রায় সবই খালি। গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, এসব হিসাব থেকে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা অবশিষ্ট আছে।

নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ৯১টি হিসাবে ২৩৯ কোটি টাকা জমা হয়েছিল, যার মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। তার স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হলেও ১৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।

তিন মেয়ের হিসাবেও লেনদেন হয়েছে মোটা অঙ্কের টাকা। আদিবা, লাবিবা ও যূলিকা নাঈম খানের হিসাবে যথাক্রমে ৩৫ লাখ, ১ কোটি ২৫ লাখ এবং ৬১ লাখ টাকা জমা হয়েছিল, যার বেশিরভাগই উত্তোলন করা হয়েছে। নাঈমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট ৪৬টি প্রতিষ্ঠানের হিসাবে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

এছাড়াও, পরিবারের চার সদস্য ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করে ২৮ লাখ টাকার বেশি লেনদেন করেছেন। বর্তমানে এসব কার্ডে ৪৮ হাজার ৪০৮ টাকা বকেয়া আছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর নাঈমুল ইসলাম খান আত্মগোপনে চলে যান। গত ২৫ আগস্ট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিলেও, তার আগেই প্রায় সব টাকা উত্তোলন করা হয়েছে।

About admin

Check Also

খালেদা জিয়া-সেনাপ্রধান বৈঠক, আনন্দবাজারের বিস্ফোরক প্রতিবেদন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে সাক্ষাৎ …

পোষ্য কোটা বাতিল না করলে এবার রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আজকের মধ্যে সব ধরনের পোষ্য কোটা …

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প ১৬ জেলায় আবেদন ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *