
আলমগীর হোসাইন,
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই প্রতিদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার ১নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহন পূর্বক উপস্থিত বক্তব্য রাখেন, ফকিরের হাট মফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: শমশের আলী, কাঁচকোল হাট মহিরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম চাঁদ, ইউপি সচিব আব্দুল্লাহ আল মেহদী, ইউপি সদস্য মোঃ মোনায়েম হোসেন সরদার, মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভাপতি মোঃ মঞ্জরুল ইসলাম মঞ্জু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।