সোমবার , ডিসেম্বর ৯ ২০২৪
Home / তথ্য-প্রযুক্তি / মিয়ানমারের ৪ ভয়ংকর গ্রুপ বন্ধ করল ফেসবুক

মিয়ানমারের ৪ ভয়ংকর গ্রুপ বন্ধ করল ফেসবুক

ফেসবুকের চোখে মিয়ানমারের ‘আরকান আর্মি’, ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি’, ‘কাচিন ইনডিপেনডেন্টস আর্মি’ ও ‘ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি’ নামের চারটি ভয়ংকর সংগঠন। তাই ফেসবুকে এসব গ্রুপকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

 

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মিয়ানমারের ভয়ংকর এসব সংগঠন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে মানুষের ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে তারা এসব গ্রুপ বন্ধ করে দিচ্ছে।

 

ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়: ‘অফলাইনে ক্ষতির বিষয়টি প্রতিরোধ করতে কোনো সংগঠন বা ব্যক্তিকে আমরা সুযোগ দেব না, যাতে তারা সহিংস মিশন চালাতে পারে বা সহিংসতায় জড়াতে পারে। তাদের কোনো ফেসবুকে উপস্থিতি থাকবে না। এসব সংগঠনের বিরুদ্ধে বেসামরিক মানুষের প্রতি আক্রমণ ও মিয়ানমারে সহিংসতা ছড়ানোর স্পষ্ট প্রমাণ আছে। আমরা তাদের আমাদের সেবা ব্যবহার করে সেখানে উদ্বেগ তৈরি ঠেকাতে চাই।’

About admin

Check Also

চলতি মাসে কিছু আইপি টিভির অনুমোদন দেয়া হতে পারে: তথ্যমন্ত্রী

এখন পর্যন্ত কোনো আইপি টিভির অনুমোদন দেয়নি সরকার। চলতি মাসে কিছু আইপি টিভির অনুমোদন দেয়া …

‘ক্যাবল অপারেটরদের বিভক্তি অপ্রত্যাশিত-অনাকাঙ্খিত’

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ ও মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না এক …

সাইবার যুদ্ধে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করার আহ্বান পলকের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সামনে আরেকটি যুদ্ধ অপেক্ষমান। আর সেটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *