মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
‘জয়’ বারবার ডেকেছে। কিন্তু বাংলাদেশ দল বারবারই মুখ ফিরিয়ে নিয়েছে। তিন তিনটি রান আউটের সুযোগ তৈরি হলো এবং তিনটিই ফাঁকি দিয়ে চলে গেল। ম্যাচ শেষে প্রশ্ন উঠল বোলিং নিয়েও। ২৪৪ রান করে ম্যাচ জিততে বোলিংটাকে যেরকম আক্রমণাত্মকভাবে সাজানো উচিত ছিল, সেটি কি করেছে বাংলাদেশ দল?
বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে শুরুতে এক ওভার বল করিয়েই থামিয়ে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে আবার এনেছেন ১৯তম ওভারে। এই সময়ে সাকিব আল হাসান করে ফেলেন সাত ওভার। ম্যাচ শেষে অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন মাশরাফি, ‘সাকিবকে তখন এনেছি ডানহাতি ব্যাটসম্যান ছিল বলে, বলও ভালো গ্রিপ করছিল। ভাবলাম সাকিব এটা ভালো কাজে লাগাতে পারবে। ওই সময় টেলর-উইলিয়ামসনের জুটিটা ভাঙা দরকার ছিল। সাকিবকে দিয়ে সে জন্যই লম্বা স্পেল করিয়েছি। ওই সময় আমরা একটা উইকেট চাচ্ছিলাম।’