ঈদের আমেজ শেষ। এবার কর্মস্থলে ফেরার পালা। বরাবরের মতো এবারও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানী ঢাকায় যাতায়াতের প্রধান ভরসা নৌপথ। সাধারণ যাত্রীদের জন্য স্বল্প ভাড়ায় লঞ্চের ডেকে যাতায়াতের ব্যবস্থা থাকলেও কেবিন টিকেট সংকটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক সামর্থবান যাত্রীকে।
এদিকে বরিশাল নদী বন্দরে যাত্রী হয়রানি রোধসহ নানা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নদী বন্দর কর্মকর্তা। অপরদিকে নদী বন্দরের আইন-শৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছন পুলিশ কর্মকর্তারা।
প্রিয় জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করার পরদিন থেকেই কর্মস্থলমুখী হতে শুরু করে মানুষ। তবে শনিবার থেকে নৌপথে ঢল নামে রাজধানীমুখী মানুষের। রাতে বরিশাল থেকে টইটুম্বুর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বড় বড় ১৬টি লঞ্চ। এছাড়া সরকারি স্টিমার এবং দিবা সার্ভিসে ছেড়ে গেছে আরও দু’টি নৌযান। এরপরও কেবিন টিকেট না পাওয়ার অভিযোগ যাত্রীদের।
কেবিন টিকেটর সংকট হলেও প্রতিটি লঞ্চের ডেক ছিল যাত্রীতে পরিপূর্ণ। নৌ পথ অনেক নিরাপদ এবং মাত্র আড়াই শ’ টাকায় বরিশাল থেকে ঢাকা যাওয়ার ব্যবস্থা থাকায় নৌপথকেই বেঁছে নিয়েছেন তারা।
এদিকে ঢাকামুখী যাত্রীদের সুবিধার্থে বরিশাল নদী বন্দরে স্বেচ্ছাসেবক নিয়োগসহ নানা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।