গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুর রব গাজী (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করপাড়া নামক স্থানে । তিনি করপাড়া গ্রামের রহমান গাজীর ছেলে। গুরুতর আহত অপর ভ্যানযাত্রী শিশির বসাককে (৪৮) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা কাভার্ড ভ্যান ওই স্থানে একটি যাত্রীবাহি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুর রব গাজী নিহত হন। আহত হন শিশির বসাক নামে অপর এক ভ্যানযাত্রী।
গোপালঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আব্দুর রব গাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।