জামালপুরের ইসলামপুর উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে জামির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দূর্গম চর মুন্নিয়া আর্দশ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জামির উদ্দিন শুক্রবার সন্ধ্যায় তার ১৪ বছরের মেয়েকে ছাগল রাখার কথা বলে পাট ক্ষেতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে জামির উদ্দিনকে আটক করে পুলিশে খরব দেয়। পরে রাতেই ইসলামপুর থানা পুলিশ তাকে আটক করে থানা নিয়ে আসে।
এ ঘটনায় স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে স্বামী জামির উদ্দিনকে আসামি করে ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।