মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠলো। এবার অভিযোগের তীর অ্যাডাম জাম্পার বিরুদ্ধে। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রবিবার ভারতের বিপক্ষে বল করার এক পর্যায়ে বারবার পকেটে হাত ঢুকাচ্ছেন এবং বলের গায়ে কিছু একটা ঘষছেন এই লেগ স্পিনার।
ভিডিও ফুটেজ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর জাম্পার বিরুদ্ধে সম্ভাব্য বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন অনেকে। এক বছর আগে এক বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া তিন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতে অজিদের বিরুদ্ধে এমন অভিযোগ ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা।
যদিও পুরো ভিডিও ফুটেজ না দেখে জাম্পার বিরুদ্ধে এমন অভিযোগ করা ঠিক হবে না বলে মনে করছেন নেটিজেনদের অপর একটি অংশ। তাদের দাবি, পুরো ভিডিও ফুটেজ ম্যাচ শেষে পাওয়া যাবে। তার আগে স্বল্প দৈর্ঘ্যের ওই ফুটেজ দেখে কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না।