বুধবার , ফেব্রুয়ারি ১২ ২০২৫
Home / সারা দেশ / কে ভালো মুসলমান কে মন্দ তা বিচারের দায়িত্ব আল্লাহর

কে ভালো মুসলমান কে মন্দ তা বিচারের দায়িত্ব আল্লাহর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম বিশ্বে আজ অনেক খুন খারাবি হচ্ছে। হানাহানি হচ্ছে। এসব রোধ করতে ওয়াইসির সম্মেলনে নেতৃবৃন্দকে আমি আহ্বান করেছি।

তিনি বলেন, কিছু ভ্রান্ত মানুষ মনে করছে তারা মানুষ খুন করে জান্নাতে যাবে। কিন্তু এটা কি সম্ভব? কেউ কি মানুষ খুন করে জান্নাতে গিয়েছে? সেখান থেকে কি কোনো ম্যাসেজ এসেছে?

রোববার (৯ জুন) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কে ভালো কাজ করছে আর কে খারাপ করছে তার বিচারের দায়িত্ব তো আল্লাহর। কুরআন হাদিসে বলা আছে আল্লাহই শেষ বিচার করবেন। মানুষকে এসবের বিচারের ভার দেয়া হয়নি। সুতরাং কে ভালো মুসলিম আর কে মন্দ মুসলিম তার বিচারের দায়িত্ব মানুষের নয়। এসব করে খুন খারাবি করাও ভালো মানুষের কাজ নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করায় এবারের ঈদ উৎসব সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ঈদের সময় দেশে না থাকলেও প্রতিমুহূর্তের খবর আমার কাছে পৌঁছেছে।

About admin

Check Also

রাতভর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি)  রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার  (৮ …

কাউনিয়ার হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া(রংপুর)থেকে: রংপুরের কাউনিয়া উপজেলায় হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  …

চিলমারীতে দিন দুপুরে নোকা ডাকাতি

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে দিন দুপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *