নীলফামারীর ডোমার দক্ষিণ মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে আবেদনকারী দক্ষিণ মটুকপুর পাটোয়ারী পাড়ার মইনুল ইসলামের ছেলে মাসুদরানা (২৬), পরীক্ষায় অংশগ্রহণে প্রবেশপত্র পাওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার সচেতন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, মাসুদরানা মাদকদ্রব্য সেবন ও বিক্রি করায় তার নামে মামলা হয়। তিনি ওই মামলায় হাজতে ছিলেন। অভিযোগে আরো জানা যায়, যাছাই-বাছাই করে তার নাম মটুকপুর ০২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ করা যায়, তার ক্রমিক নং ৫৪ রোল নং-১০।
কিন্তু সেটি না হয়ে, দক্ষিণ মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল নং ১২ নামের প্রবেশপত্র পান ওই আবেদনকারী। মাসুদরানার বিরুদ্ধে মাদক মামলা ও অভিযোগ থাকার পরও প্রবেশপত্র ইস্যু করার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডোমার মো. আমির হোসেনের সাথে কথা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
মাসুদরানার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, যাচাই-বাছাই অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ম্যানেজিং কমিটির সদস্য এলাকার সচেতন মহলসহ বিভিন্ন পেশার মানুষ মাসুদ রানাকে দপ্তরি কাম প্রহরী পদে চাকরি না দিয়ে যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচানোর জোর দাবি জানান।