শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / দপ্তরি পদে মাদকের আসামি প্রবেশপত্র পাওয়ায় এলাকায় ক্ষোভ

দপ্তরি পদে মাদকের আসামি প্রবেশপত্র পাওয়ায় এলাকায় ক্ষোভ

নীলফামারীর ডোমার দক্ষিণ মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে আবেদনকারী দক্ষিণ মটুকপুর পাটোয়ারী পাড়ার মইনুল ইসলামের ছেলে মাসুদরানা (২৬), পরীক্ষায় অংশগ্রহণে প্রবেশপত্র পাওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার সচেতন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা যায়, মাসুদরানা মাদকদ্রব্য সেবন ও বিক্রি করায় তার নামে মামলা হয়। তিনি ওই মামলায় হাজতে ছিলেন। অভিযোগে আরো জানা যায়, যাছাই-বাছাই করে তার নাম মটুকপুর ০২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ করা যায়, তার ক্রমিক নং ৫৪ রোল নং-১০।

কিন্তু সেটি না হয়ে, দক্ষিণ মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল নং ১২ নামের প্রবেশপত্র পান ওই আবেদনকারী। মাসুদরানার বিরুদ্ধে মাদক মামলা ও অভিযোগ থাকার পরও প্রবেশপত্র ইস্যু করার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডোমার মো. আমির হোসেনের সাথে কথা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

মাসুদরানার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, যাচাই-বাছাই অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ম্যানেজিং কমিটির সদস্য এলাকার সচেতন মহলসহ বিভিন্ন পেশার মানুষ মাসুদ রানাকে দপ্তরি কাম প্রহরী পদে চাকরি না দিয়ে যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচানোর জোর দাবি জানান।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *