মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

পর্যটকে মুখরিত বান্দরবান

প্রাকৃতিক দৃশ্য আর বিচিত্রময় জীবন ধারার মাঝে পাহাড়ি জেলা বান্দরবান। প্রকৃতির নির্মল স্বাদ পেতে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান বান্দরবান। পাহাড়-পর্বত ছাড়াও এখানে রয়েছে অসংখ্য ঝিরি-ঝর্ণা, মেঘলার লেক, নজরকারা স্বর্ণমন্দির, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুকসহ সরকারি-বেসরকারি অনেকগুলো পর্যটন স্পট।

সবকিছু মিলিয়ে ঈদের টানা ছুটি শেষে ও ভ্রমণপিপাসু পর্যটকের পদভারে এখনো মুখর হয়ে উঠছে পাহাড়ি জেলা বান্দরবান। পুরো শহরজুড়েই পরিণত হয়েছে মিলনমেলায়। পর্যটকের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হোটেল-মোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজ মালিকসহ পর্যটন শিল্পে সংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী।

বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে ভ্রমণে আসা পর্যটক মো. আলম জানান, পার্বত্য এলাকা অনেক সুন্দর, পাহাড়ি ঝর্ণা ও উঁচু-নিচু পাহাড় সৌন্দর্য আরও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে নতুনভাবে জাগিয়ে তুলে, সত্যিই অসাধারণ বান্দরবানের প্রাকৃতিক দৃশ্য। বান্দরবানের মেঘলায় বেড়াতে আসা পর্যটক শাহআলম বলেন, বান্দরবানের সৌন্দর্য অতুলনীয়। বান্দরবানের বিনোদনকেন্দ্রগুলো বেড়াতে আমাদের অনেক ভালো লাগে।

আমরা পরিবার পরিজন নিয়ে প্রায়ই বান্দরবান ভ্রমণে আসি এবং পাহাড়, নদী আর ঝর্ণার পাশে থেকে সময় কাটাই। বান্দরবানের হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের এই ছুটিতে পর্যটকের উপস্থিতি লক্ষ করা গেছে। এ বছর ঈদে বান্দরবানে অনেক পর্যটক আসছেন দেখলাম। বান্দরবানের নাম যেভাবে ছড়িয়ে পড়ছে, আশা করি আগামীতে আরো পর্যটক এই জেলায় আগমন করবে এবং জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করবে। এতে জেলার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে যাবে।

বান্দরবানের হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম আরো বলেন, পরিস্থিতি অনুকূল হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটকদের আগমন ঘটেছে এই জেলায়। দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে সামনে আরো পর্যটক আসবে এখানে এমটাই আশা করি।

বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, পর্যটকরা যাতে বান্দরবান জেলায় নিরাপদে ভ্রমণ করতে পারে সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও টুরিস্ট পুলিশ রয়েছে, তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে। তিনি আরো জানান, বান্দরবান এসে কোনো পর্যটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *