ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ঘর বিক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘরটি বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকলেও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শিলা পারভীনের স্বামী মো. মিজানুর রহমানের হস্তক্ষেপে কমমূল্যে বিক্রি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক এম এম মনিরুজ্জামান জানান, স্কুলে একটি নতুন ভবন সরকার থেকে বরাদ্দ হওয়ায় পুরাতন টিনশেড ঘরটি অপসারণের জন্য উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়। উপজেলা নিলাম কমিটি গত ৫ মে ঘরটি বিক্রির নোটিস জারি করে। সে মোতাবেক গত ৯ মে বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে নিলাম কমিটির উপস্থিতিতে প্রকাশ্যে ডাকের মাধ্যমে ৩৫ হাজার টাকায় ঘরটি বিক্রি করা হয়।
নিয়ম অনুযায়ী, মাইকে নিলাম বিজ্ঞপ্তি প্রচার করার কথা থাকলেও শুধু স্কুলের নোটিস বোর্ডে বিজ্ঞপ্তিটি টাঙিয়ে ঘরটি বিক্রি করে দেন। অভিযোগ সম্পর্কে মো. মিজানুর রহমান বলেন, উপজেলা নিলাম কমিটি ঘরটি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রধান শিক্ষক সবকিছু তদারকি করেছেন।
এ ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরিকে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য তার মোবাইল ফোনে কল দিলেও রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।