নেত্রকেনার দুর্গাপুর পল্লীবিদ্যুৎ সমিতি হতে টাকা ছাড়া মিলেনা কোন বিদ্যুৎসংযোগ। বিদ্যুৎগ্রাহকগণ বিদ্যুৎ আনতে গেলে টাকা ছাড়া আনতে পারে না বিদ্যুৎ। এমন অভিযোগ জানালেন এলাকার প্রায় দুইশত ভুক্তভোগী বিদ্যুৎগ্রাহক।
উপজেলা চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ১৮৫ জন বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে জনপ্রতি ২শত টাকা ও মিটার পাওয়ার আশ্বাসে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করে মোট ৯ লাখ ৬২ হাজার টাকা হাতিয়ে নেন বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারী।
এ ব্যাপারে উক্ত গ্রামের আবুল কালামসহ প্রায় ১৫০ জন ভুক্তভোগী গ্রামবাসী স্বাক্ষরীত নেত্রকোনা জেলা প্রশাসক এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা এবং টাকা ফিরে পাবার জন্য দুর্গাপুর থানায় একটি মামলাও করেণ ভুক্তভোগীরা।
জানা গেছে, মামলাটি বর্তমানে ঘুমন্ত অবস্থায় আছে। এ ব্যাপারে চন্ডিগড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাবুর রহমান কাজল জানান “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সবার ঘরে ঘরে বিদ্যুৎ” আমরা জানি বিদ্যুৎসংযোগের জন্য কোনো টাকা লাগে না। কিন্তু বাস্তবে এখানে চিত্রটি ভিন্ন। বিদ্যুৎ বিভাগ ঘুষের আখরায় পরিণত হয়েছে।
পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আবুল কালাম আজাদ জানান, পল্লীবিদ্যুৎ বিভাগ কারো কাছ থেকে বিদ্যুৎসংযোগের নামে টাকা পয়সা নেয় না। আনিত অভিযোগটির কোন সত্যতা নেই। উল্টো তাদের লোকজন স্থানীয়ভাবে দালাল সৃষ্টি করে বিভিন্ন কৌশলে গ্রাহকদের কাছ থেকে টাকা উত্তোলন করে থাকে বলে পাল্টা অভিযোগ করেন।