ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৫ জওয়ান নিহত হয়েছেন। আহত ২ জন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন পুলিশ ও একজন বেসামরিক কর্মকর্তার রয়েছেন।
জানা গেছে, জওয়ানদের উপরে হামলা দুই বিদ্রোহীর একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। অনন্তনাগের কেপি রোডে গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে এ হামলা চালায় বিদ্রোহীরা।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, অনন্তনাগ পুলিশ স্টেশনের কর্মকর্তা আরশাদ আহমেদ এ হামলায় আহত হন। তােক শ্রীনগরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
অনন্তনাগের কেপি রোডে এখনও এনকাউন্টার চলছে। কয়েক মাস আগে পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরে ফের বড় ধরনের হামলার ঘটনা ঘটালো।