শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / জাতীয় / মিডিয়া মালিকদের খেলাপি ঋণের হিসাব নেয়া হবে

মিডিয়া মালিকদের খেলাপি ঋণের হিসাব নেয়া হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার কোন মালিক কোন ব্যাংকের কত টাকা ঋণ নিয়ে কত টাকা শোধ দেননি বা খেলাপি হয়েছেন, সেটি বের করলে এ প্রশ্নের উত্তর দেয়া লাগবে না।

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে খেলাপি ঋণের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ার মালিকেরা কত ঋণ নিয়েছেন, সেটির একটি হিসাব নেয়া হবে এবং তাদের টাকাটা শোধ দিয়ে তাদের পত্রিকায় লেখেন, এটি তার অনুরোধ থাকবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় শুক্রবার বিকাল ৩টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে তিনি বাজেটের বিভিন্ন দিক এবং সরকারের পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পরে বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা এখানে পত্রিকায় কাজ করেন, তাদের একটি কথা জিজ্ঞেস করব, আপনারা কি একটি খবর নেবেন যে আপনাদের পত্রিকার মালিকেরা কে কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং শোধ দিয়েছেন কিনা? আপনারা দয়া করে সব ব্যাংক থেকে এই তথ্যটি বের করেন, যত মিডিয়া এখানে আছেন, যত পত্রিকা…প্রত্যেকেই বলবেন (মালিকদের) যে এটা আমি অনুরোধ করেছি।’ তিনি বলেন, ‘যেহেতু আমাদের সুদের হার অনেক বেশি। যেহেতু চক্রবৃদ্ধি হারে সুদ হয়। আরেকটি বিষয় রয়ে গেছে, যখন হিসাব দেয়া হয় তখন চক্রবৃদ্ধি হারে সেটি ধরে হিসাব দেয়া হয়। যার ফলে খেলাপি ঋণের পরিমাণ অনেক বড় দেখায়।’

বাজেট নিয়ে সমালোচনার বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে কিছু লোক থাকে, যাদের একটি মানসিক অসুস্থতা থাকে, তাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কাজই করেন, তারা কোনো কিছু ভালো খুঁজে পায় না।’

তিনি আরও বলেন, ‘যখন দেশে একটি গণতান্ত্রিক পদ্ধতি থাকে, যখন দেশের অর্থনৈতিক উন্নতি হয়, সাধারণ মানুষের উন্নতি হয়, তখন তারা কোনো কিছুই ভালো দেখে না। সবকিছুতেই কিন্তু খোঁজে। তারপরও তাদের একটা কিছু বলতে হবে। তো সেটা ভালো। এত সমালোচনা করেও আবার বলবে, আমরা কথা বলতে পারি না। এ রোগটাও আছে। এটা অনেকটা অসুস্থতার মতো।’

বাজেটের সমালোচনার বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার কথা হচ্ছে, আমার সাধারণ জনগণ খুশি কিনা। সাধারণ মানুষ খুশি কিনা। সাধারণ মানুষের ভালো করতে পারছি কিনা। এটা হচ্ছে বড় কথা। সাধারণ মানুষ এই বাজেটে খুশি কিনা, বাজেটে তাদের উপকার হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ।

About admin

Check Also

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …

দ্য গার্ডিয়ানের নিবন্ধ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত

অগাস্ট মাসের শুরুতে, যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *