ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যুব সমাজ আমাদের ভবিষ্যত। তাদেরকে আগামীর বাংলাদেশের উপযোগী দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে ব্যর্থ হলে তারা বোঝা হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, দেশের অভাবনীয় অগ্রগতির অগ্রযাত্রার চলমান ধারা অব্যাহত থাকলে দেশে আগামী ৫ বছরে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া কর্মসংস্থান হবে একটি দুরূহ বিষয়।
শনিবার (১৫ জুন) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি, ঢাকা‘র উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান।
যোগ্যতা দিয়ে লড়াই করতে হবে এবং যোগ্যতা দিয়েই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশাল তরুণজনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের জন্য সরকারের পাশাপাশি যুবসংগঠকদের কার্যকর উদ্যোগণে এগিয়ে আসতে হবে। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম সভাপতি মোস্তাফা জব্বার গতানুগতিক ধারায় ঈদপুনর্মিলনী কিংবা নৌবিহার বা অন্যকোন বিনোদনমূলক কর্মসূচি গ্রহণের তাগিদ দেন মন্ত্রী।
তিনি বলেন, যুব সমাজকে যদি সংগঠিত করতে না পারেন, দক্ষ হিসেবে গড়তে না পারেন, তাহলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এ সমিতি কোনো কাজে আসবে না। যুব সমিতিগুলোতে নেতৃত্ব তৈরির সুযোগ রয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক যিনি ২০২১ সালে বাংলাদেশ কেমন হবে এমন একটি রূপকল্প ঘোষণা করেছেন। ইতোমধ্যে বদ্বীপ পরিকল্পনা ২০২১ ভিশন ২০৪১, ২০৭১ এবং ঘোষিত হয়েছে উল্লখ করেন টেলিযোগাযোগ মন্ত্রী।
মোস্তাফা জব্বার সরকারের দশ বছরের অগ্রগতির তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, ধানের উৎপাদন, মাছের উৎপাদনবৃদ্ধি, জিডিপি, মাথাপিছু আয়, শিক্ষার হার, গড় আয়ুসহ দেশের প্রতিটি উন্নয়ন সূচকের দিকে তাকালে বাংলাদেশ সকলকে চমকে দেওয়ার অবস্থায় দাঁড়িয়েছে। যে পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হয়েছে সেই পাকিস্তান কোন উন্নয়ন সূচকে বাংলাদেশের সাথে তুলনা করার যোগ্যতা রাখে না উল্লেখ করেন মন্ত্রী।