আদি ইসলাম রাকি। কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটর বাইকে করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন মুকুল (৪৬) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) বিকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী পৌরসভার ভরাদিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন মুকুল কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র। তিনি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ফাজিল মাদরাসার বিএসসি শিক্ষক। পারিবারিক সূত্র জানায়, গোবরিয়া আব্দুল্লাহপুর ফাজিল মাদরাসার বিএসসি শিক্ষক মনির হোসেন মুকুল কটিয়াদী থেকে নিয়মিত মোটর বাইকে করে কর্মস্থলে যাতায়াত করতেন। সোমবার (১৭ জুন) কর্মস্থল গোবরিয়া আব্দুল্লাহপুর ফাজিল মাদরাসায় পাঠদান শেষে বিকালে তিনি মোটর সাইকেল যোগে কটিয়াদীর বাড়িতে ফিরছিলেন। পথে বিকাল সোয়া ৪টার দিকে কটিয়াদী উপজেলার ভরাদিয়া এলাকায় একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর বাইক থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদরাসার শিক্ষক মনির হোসেন মুকুল এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।