কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম সিরাজুল ইসলাম (৭২)। তিনি ওই গ্রামের মৃত: শরিয়ত উল্লার পূত্র।
এলাকাবাসী জানায়, গুড়ি-গুড়ি বৃষ্টির সময় বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে যাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি লুটিয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।