চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে গলায় রশি পেঁচানো এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ও লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪) ওই ভ্যানটির চালক। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাতনাবালুয়া গ্রামের বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার জানান, শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের উত্তর পাশে রাস্তার ওপর কাভার্ড ভ্যানটি দাঁড়ানো ছিল। এরপর চালকের আসনের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। গলায় রশি পেঁচানো শোয়ানো অবস্থায় লাশটি ছিল।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামী জোন) পরিত্রাণ তালুকদার জানান, গতরাতে কাভার্ডভ্যানটির কালুরঘাট শিল্প এলাকায় কোমল পানীয় তৈরি প্রতিষ্ঠান পেপসিতে যাওয়ার কথা ছিল। সেজন্য রাত ১টার দিকে কদমতলী থেকে রওনা হয়। কার্ভাড ভ্যানটি নগরীর কদমতলী এলাকার এসকে ট্রান্সপোর্ট নামে একটি পরিবহন সংস্থার।