আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটা কার্যক্রম চালানোর অভিযোগে ইটভাটার ৩১ মালিকের বিরুদ্ধে মামলা পরবর্তী তদন্ত কাজ চলছে বলে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আদালতে ইটাভাটা মালিকদের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম।