কক্সবাজারে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
দুপুরে আদালতে হাজির হয়ে জামিন অবেদন করেন সানাউল্লাহ নূরী সাগর। বিজ্ঞ আদালত সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আজম জানান, ময়মনসিং জেলার হালুয়াঘাট উপজেলার সাখাওয়াত হোসেনের ছেলে সানাউল্লাহ নুরী সাগর ২০১৫ সালে কক্সবাজারের মেয়ে তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্পিকে বিয়ে করেন। পরে তার পরিবারের দেয়া টাকা নিয়ে লন্ডনে বার-এট-ল পড়তে যাওয়ার নাম করে সংগীতশিল্পী সালমাকে বিয়ে করেন তিনি।
সে প্রেক্ষিতে তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্পির মা দিলারা খানম বাদী হয়ে কক্সবাজার আদালতে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলাটি পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দিলে সানাউল্লাহ নূরী সাগরসহ তার মা-বাবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন আদালত। এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন সানাউল্লাহ নুরী সাগর। পরে বুধবার কক্সবাজার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। আদালত সেই আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।