বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজরুল খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি রামদা ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
গ্রেফতার আজরুল শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ খানপাড়ার ফাইজুদ্দিন খানের ছেলে।
জানা গেছে, গত ১ জুলাই শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে শাহজাহান আলী সাজা নামে এক ব্যক্তিকে হাসুয়া নিয়ে ধাওয়া করেন আজরুল। পরে বৃহস্পতিবার রাতে রাতে ফেসবুকে সেই ছবি প্রকাশের পর শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী শাহজাহান আলী সাজা জানান, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে তার বাবা হেদায়েত আলী শেখের সঙ্গে একই এলাকার আজরুল খানের বিরোধ চলে আসছিল। এর জেরে শাহজাহান আলী সাজা শিবগঞ্জ পৌরসভায় একটি অভিযোগ দিলে পৌর সালিশ বোর্ড গত ১ জুলাই উভয় পক্ষকে লিখিতভাবে সালিশে হাজির হবার নিদের্শ দেয়। আদেশটি পাবার পর আজরুল উত্তেজিত হয়ে হাসুয়া নিয়ে তিনি ও তার পরিবারের সদস্যদের ধাওয়া করেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।