মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
লরির ধাক্কায় মৃত্যু হল এক হাট ব্যবসায়ীর। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জের মহারাজা হাট এলাকার রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সন্দীপ মাহাতো (২৬)। তাঁর বাড়ি রায়গঞ্জের মহিপুর গ্রাম পঞ্চায়েতের মসলন্দপুরে।
এদিন ভুট্টা নিয়ে সাইকেলে করে হাটের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।