
এম এ কে লিমনঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় শনিবার(৬ জুলাই) দুপুরে ভারতীয় গরু বোঝাই ভটভটির ক্রচিংয়ের ধাক্কায় ভটভটির নীচে পিষ্ট হয়ে রফিকুল (১৯) নামে এক দ্বিতীয় বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রফিকুল সাপখাওয়া গ্রামের আমির আলীর পুত্র।
জানা যায়,কলেজ যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছেলে ভারতীয় গরু বোঝাই ভটভটির ক্রচিংয়ের ধাক্কায় ভটভটির নীচে পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয় রফিকুল। পরে গুরুতর আহত অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিঠিৎসক তাকে মৃত ঘোষণা করেন।