রংপুর প্রতিনিধি:
রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট করতে আসা তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন তাসমিনারা বেগম, সুমাইয়া আক্তার ও শারমিন আক্তার। ঘটনার বেগতিক দেখে দালালরা সেখান থেকে সটকে পড়েন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
রংপুর পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক নুরুল হুদা বলেন, ওই তিন নারী বিকেলে পাসপোর্ট করতে এলে তাদের এনআইডি কার্ড ও কথা বার্তার অসংলগ্নতা দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা ভূয়া জন্মসনদসহ সব কাগজপত্রে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপির ঠিকানা ব্যবহার করেছে। তবে ওই তিন নারী কার মাধ্যমে রংপুরে এসেছে সে ব্যাপারে কিছুই জানাননি।
তাসমিনারা বেগম বলেন, রংপুরের এক দালাল টেকনাফ থেকে রোববার সকালে রংপুরে এনে তাদেরকে স্থানীয় এক হোটেলে রাখেন। ৫০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে পাসপোর্ট করে দেয়ার চুক্তি হয়। সে ২০ হাজার টাকা অগ্রিম নিয়েছে। সব কাগজপত্র সেই করে দিয়েছে।