‘মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে তারা আমার মেয়ে নুসরাতের গায়ে আগুন দেয়। আমি সকল অপরাধীর ফাঁসি চাই। আসামিরা সবাই তা আদালতে স্বীকারও করেছে। আমার মেয়ের হাত ধরেছে কে, পা ধরেছে কে, আগুন লাগিয়েছে কে, মুখ চেপে ধরেছে কে…অধ্যক্ষের নির্দেশে আমার মেয়ের গায়ে আগুন দেওয়া হয়।’
বুধবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে দেওয়া সাক্ষ্যে নুসরাতের মা শিরিনা আক্তার এসব কথা বলেন। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁর জবানবন্দি গ্রহণ ও আসামি পক্ষের আইনজীবীদের জেরা চলে। জেরা শেষে কাঠগড়াতেই অচেতন হয়ে পড়ে যান নুসরাতের মা।