মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

গাজীপুরে অপহৃত তিন ছাত্রী, রাজশাহীতে একজন উদ্ধার

গাজীপুর থেকে মাইক্রোবাসে করে তিন স্কুলছাত্রীকে বুধবার সকালে অপহরণ করার খবর পাওয়া গেছে। রাত আটটার দিকে ওই তিনজনের একজন গাড়িটি থেকে পালাতে পারায় এ ঘটনা জানা গেছে।

মাইক্রোবাস থেকে পালাতে পারা মেয়েটি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গাড়িতে থাকা অন্য দুজন একই শ্রেণিতে পড়ে।

রাজশাহী নগরের বিনোদপুর এলাকার বাসিন্দা হাসিবুর রহমান চৌধুরী (৬৫) মেয়েটিকে উদ্ধার করেন। তিনি বলেন, আজ রাত আটটার নগরের তালাইমারী মোড়ে তাঁর ওষুধের দোকানের সামনে দৌড়ে এসে স্কুলড্রেস পরা একটি মেয়ে কান্নাকাটি করতে থাকে। তিনি মেয়েটির কাছ থেকেই অপহরণের ঘটনাটি জানতে পারেন। পরে তিনি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান। ওসি থানা থেকে লোক পাঠাতে চান। তবে পুলিশের দেরি হচ্ছিল দেখে তিনি নিজেই থানায় গিয়ে মেয়েটিকে রেখে আসেন।

মেয়েটির ভাষ্য মতে, সকাল নয়টার দিকে তারা বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথের মধ্যে একটি মাইক্রোবাস হঠাৎ তাদের গতি রোধ করে। এ সময় দ্রুত তাদের তিন সহপাঠীকে মাইক্রোবাসটিতে তোলা হয়। এরপর তার আর জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পরে গাড়িটি এক জায়গায় দাঁড়ালে সে দরজা খুলে লাফ দেয়। এরপর দৌড়ে ওই দোকানে যায়। পরে জানতে পারে সে রাজশাহীতে। মেয়েটির জানিয়েছে, মাইক্রোবাসটিতে অন্তত ১৩ জন অপহরণকারী আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *