মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রীদের যৌন হয়রানী করার অপরাধে এক শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন উপজেলার রাঙ্গামাটি সর্দারপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলতাফ হোসেন। তিনি রাবাইতারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন ইংরেজী ক্লাসে পাঠদান করার সময় প্রায়ই ছাত্রীদের উদ্দ্যেশ্যে আপত্তিকর ভাষা ও ছাত্রীদের যৌন হয়রানী মূলক আচরণ করেন। এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল বাতেন সহ অভিভাবকদের জানালে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিশ বৈঠক হয়। এরপরও ওই শিক্ষক তার আচরণ ভালে না করায় স্কুল কমিটির সদস্য ও অভিভাবকগণ লিখিত অভিযোগ দিলে বুধবার ইউএনও অফিসে দীর্ঘ শুনানীর পর তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
বিকালে থানায় উপস্থিত ওই বিদালয়ের কয়েকজন ছাত্রী জানায়, প্রায়ই আলতাফ স্যার আমাদের সঙ্গে আপত্তিকর আচরণ ও খারাপ ভাষা ব্যবহার করেন। আমরা তাকে অনেকবার ভালো ব্যবহার করার জন্য অনুরোধ করেছি। কিন্তু তিনি তা মানেন নাই। তাই বাদ্য হয়ে আমরা অভিযোগ করেছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খদকার ফুয়াদ রুহানী জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতার করা হয়েছে।
Check Also
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …
বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …
চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …