শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

Headline :
ভারতের লিখে দেওয়া ৭২ এর সংবিধান বাংলাদেশে চলবে না  —-নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন  রাজৈরে বিএমএসএফের নতুন কমিটি:সভাপতি ফেরদৌস; সম্পাদক সোহেল কুড়িগ্রামের  মনোয়ারা বেগমের সংগ্রামী জীবন  তারেক রহমানের পাঠানো  ঈদ উপহার মানিকগঞ্জ -১ আসনের অসহায় দরিদ্র তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন এস এ জিন্নাহ কবীর ১০দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  পথচারীদের মাঝে ইফতার বিতরণ  কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ইফতার মাহফিল উলিপুরে হতদরিদ্রদের চাল ক্ষমতাসীনদের পেটে কুড়িগ্রামে স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

উন্নয়ন দেখলেই গাত্রদাহ শুরু হয় বিএনপি**

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমানের ‘সাংবাদিকতা রাত বিরাতে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বুধবার তিনি এসব বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যিনি ক্ষমতার লোভে পেট্রল বোমার রাজনীতি করেছেন, সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছেন, সেই খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি। দেশের জনগণ বিএনপিকে চায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের জনগণের ভালো চায় না। এটি দেশের জনগণ জানে বলেই এখন তাদের চায় না।’

খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র অচল, বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, যারা দেশের কথা ভাবেনি, তারা এখন দুর্নীতির দায়ে কারাগারে আছেন। তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে কীভাবে? তবে আপনারা সরকারের সমালোচনা করেন, পৃথিবীর ইতিহাসে কোনো সরকার শতভাগ নির্ভুল হতে পারে না। তাই সমালোচনা দরকার।’

আসলে কোনো অর্জনই বিএনপির ভালো লাগে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আসলে কোনো অর্জনই বিএনপির ভালো লাগে না। উন্নয়ন দেখলেই গাত্রদাহ শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবির সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর স্পিস রাইটার নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *