চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর প্রবল বর্ষনে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুত্রমতে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা, রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল,চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ার খাতা ও শাখাহাতিসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রমনা ইউনিয়নের বাসন্তিগ্রাম,মাঝিপাড়া ও পাত্রখাতা এলাকা মিলে প্রায় ৮৫টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকায় প্রায় ২০টি বাড়ী ও ২শ বিঘা এলাকায় বিপুল পরিমান আবাদী জমি নদীতে বিলিন হয়ে গেছে, হুমকির মুখে রয়েছে ২শ বিঘা আশ্রয়ন কেন্দ্র,দঃ খাউরি স্কুল ও নয়ারহাট ইউনিয়ন পরিষদ ভবন। অপরদিকে অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির জানান,তার ইউনিয়নে বৃহস্পতিবার মুদাফৎকালিকাপুর ও চরমুদাফৎকালিকাপুর এলাকায় প্রায় ৪০টি বাড়ীসহ গত তিন দিনে প্রায় শতাধিক বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে, এছাড়াও ছালিপাড়া, যুগ্নিদহ, খামার বাশপাতার ও মাইজবাড়ী এলাকাসমুহ প্লাবিত হয়ে পড়েছে। গত ১২ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ১৮ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
Check Also
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …
বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …
চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …