শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / বিশ্ব জনসংখ্যা দিবসের পদক পেলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান**

বিশ্ব জনসংখ্যা দিবসের পদক পেলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান**

মোঃ ইব্রাহীম খলিল তুহিন, রঙপুর প্রতিনিধি:

রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি টানা ৭ম বারের মতো বিশ্ব জনসংখ্যা দিবসের পদক পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভা শেষে তাকে এ পদক তুলে দেয়া হয়।

এর আগে দেয়া বক্তব্যে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের চিত্রপট আজ চোখ খুললেই চোখে পড়ে। পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট উপজেলা চেয়াম্যানের যে পদক আমাকে প্রদান করা হবে এর কৃতিত্ব আমার নয়, সরকারে হয়ে মাঠ পর্যায়ে যারা দিনে রাতে রোদে বৃষ্টিতে জনগণের কাছে ছুটে যায় তাদের। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালন(যুগ্ন সচিব) মো. মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ মোস্তফা খালেদ আহমদ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত রহমান, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবু মো. জাকিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নাছিমা জামান ববি এ পদক পেয়ে আসছেন।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *