মোঃ বুলু মন্ডল, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
১০জুলাই বুধবার কুড়িগ্রামের রাজারহাটে কামরাঙ্গা পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে সপ্তম শ্রেনির এক স্কুল ছাত্রীর মর্মাান্ত মৃত্যু হয়েছে। তার আকস্মকি মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের তালতলা গ্রামের গোপাল চন্দ্রের কন্যা ও তালতমা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রানী(১৩) মঙ্গলবার সন্ধ্যায় বাড়ীর পাশে কামরাঙ্গা ছিঁড়তে গাছে উঠে। এসময় গাছের ডাল ভেঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী ও বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুর্ণিমাকে এক নজর দেখতে তার বন্ধু-বান্ধব, স্কুল শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী ভিড় জমায়। ১০জুন বুধবার তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক নিশ্চিত করেছেন।