শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / হোসেনপুরে গাংগাটিয়া মানব বাবুর জমিদার বাড়ি পর্যটনের সম্ভাবনা

হোসেনপুরে গাংগাটিয়া মানব বাবুর জমিদার বাড়ি পর্যটনের সম্ভাবনা

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), স্টাফ রির্পোটারঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামে মানব বাবু জমিদার বাড়িতে প্রতিদিন শত শত দর্শনার্থী ও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।সরকারের সামান্য পৃষ্ঠপোষকতা ও ও সহযোগিতা পেলে এই জমিদার বাড়িটি পর্যটন স্থান এ পরিণত হবে বলে মনে করেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুঘল সাম্রাজ্যের সময় মানব বাবু জমিদার বাড়িটির প্রতিষ্ঠা করেন দ্বীন নাথ চক্রবর্তী চৌধুরী। তিনি ভারতের আদি মূল চেন্নাই থেকে হোসেনপুরে  এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি একজন খ্যাতনামা ও প্রজাবৎসল জমিদার ছিলেন। তার দুই ছেলের মধ্যে একজন মানবেন্দ্র নাথ চক্রবর্তী চৌধুরী এলাকাতে মানব বাবু নামে পরিচিত। অপরজন তপন চক্রবর্তী চৌধুরী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই জমিদার বাড়িতে হামলা চালায়। মানব বাবুর পিতা দ্বীন নাথ চক্রবর্তী চৌধুরী ও পরিবারের অন্যান্যদের কে হত্যা করে। কিছুদিন পূর্বে তপন চক্রবর্তী চৌধুরী মারা যান।মানব বাবু , তার স্ত্রী ও বোনকে নিয়ে এ বাড়িতে বসবাস করতেছেন। তাদের ঘরে কোন সন্তানাদি নেই।
সরেজমিনে ঘুরে দেখা যায়,মানব বাবু জমিদার বাড়ির প্রধান ভবনের দক্ষিণে নির্মিত মহাফেজ খানাটি অষ্টাদশ শতাব্দীর মুঘল সাম্রাজ্যের স্থাপত্য রীতি অনুসারে করা হয়। বর্তমানে এটি ধ্বংসাবশেষ।ইহার পাশেই খাজাঞ্চিখানা বিস্তৃত আয়তনে নির্মিত হয়েছিল। জমিদার বাড়ির সামনে রয়েছে শান বাঁধানো সুবিশাল পুকুর। এই পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না ,মনে হয় যেন অথৈ সাগর। অপরদিকে রয়েছে দেড় কিলো মিটার প্রস্থ মানব বাবুর বিস্তৃত মাছের প্রজেক্ট।
জমিদারি প্রথা বাংলাদেশের বিলুপ্ত হওয়ার পর অনেকদিন সংস্কার না করার কারণে মানব বাবু জমিদার বাড়ির কিছু অংশ ভেঙে যায়।পরবর্তীতে বর্তমান জমিদার বাড়িটি সংস্কার করে নতুনত্ব করে তোলেন। এই জমিদার বাড়ি ভবিষ্যৎ কোন উত্তরাধিকার  না থাকায় সরকারি কোষাগারের চলে যাবে।
এ সময় কথা হয় জমিদার বাড়ির মানব বাবুর সাথে। ‌ তিনি জানান, প্রতিদিন আমার বাড়ি দেখতে বহু দর্শনার্থী ও পর্যটক আসে। তবে আরো কিছু সংস্করণ ও দর্শনীয় কিছু জিনিষ সংযোগ করতে পারলে আরো লোকের সমাগম ঘটবে বলেও তিনি জানান।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *