মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হয়েছে

এ তাঁর নিজের শহর। এখানে আসতেন সময়-সুযোগ মিললেই। চলতি বছরের ৩ মার্চ এসেছিলেন সর্বশেষ। আজ মঙ্গলবার আবার এলেন, তবে প্রাণহীন। রংপুরে এল দেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মরদেহ।

আজ দুপুর ১২টা ১২ মিনিটে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে চতুর্থ ও শেষ জানাজার জন্য এরশাদের মরদেহ আনা হয়। এর আগে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে এরশাদের কফিন বহন করা হেলিকপ্টার আসে।

সকাল থেকে দলে দলে হাজারো মানুষ আসতে শুরু করে ঈদগাহ ময়দানে। বেলা যত বাড়ছে, এ মাঠে বাড়ছে মানুষ। মাঠের তিনটি ফটক দিয়ে দলে দলে লোক ঢুকছে ময়দানে। প্রতিবছর অন্তত কোরবানি ঈদ এরশাদ রংপুরের করতেন। এ মাঠে ঈদের নামাজ আদায় করতেন। আজ এ মাঠে লাগানো মাইকে বারবার সেই কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

রংপুরের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাঝে ঈদগাহ মাঠের অবস্থান। এরশাদের মরদেহ মাঠে আসার পর থেকেই শুরু হয়েছে তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদনের পালা।
উত্তরাঞ্চলের ১৬ জেলা ও উপজেলার জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে এরশাদের মরদেহ গ্রহণ করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টি নেতা মোস্তাফিজার রহমান।

আজ সকাল সাড়ে ১০টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে এরশাদের কফিন নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়।
কফিনের সঙ্গে আছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের, এরশাদের ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এ টি ইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।

আজ বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা শেষে তাঁর কফিন হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হবে। বাদ আসর বাংলাদেশ সেনাবাহিনীর কবরস্থানের তাঁকে সমাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *