রবিবার , অক্টোবর ৬ ২০২৪
Home / সারা দেশ / ‘বন্দুকযুদ্ধের’ সময় ‘পানিতে ডুবে’ মৃত্যু

‘বন্দুকযুদ্ধের’ সময় ‘পানিতে ডুবে’ মৃত্যু

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ সময় পালাতে গিয়ে ‘পানিতে ডুবে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।ওই ব্যক্তির নাম মো. আমিন (৩৫)। তাঁর বাড়ি নগরের উপকণ্ঠে হাড়পুর এলাকায়। পুলিশের দাবি, আমিন মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলাসহ ছয়টি মামলা রয়েছে।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (এডিসি) রুহুল কুদ্দুস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, দেশে তৈরি একটি শুটারগান ও দুটি গুলি জব্দ করা হয়েছে। ঘটনার সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, রাতে কাশিয়াডাঙ্গা থানার পুলিশের একটি দল পদ্মা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এরপর পুলিশ তল্লাশি শুরু করলে নদীর পাড়ে পানিতে আমিনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি বলেন, আমিনের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোলাগুলির সময় পালাতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কাশিয়াডাঙ্গা থানার পুলিশের এই কর্মকর্তা।

About admin

Check Also

কাউনিয়ায় পিএসজি কমিটির আন্তঃধর্মীয় সংলাপ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা …

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর)থেকে: ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্যতম …

কাউনিয়ায় সমবায়ীদের নিয়ে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া : উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা সমবায় কার্যালয়ের সার্বিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *