সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / মারা গেলেন বরিশালের সেই পুলিশ সার্জেন্ট

মারা গেলেন বরিশালের সেই পুলিশ সার্জেন্ট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত বরিশালের পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়া (৩৫) মারা গেছেন। আজ বেলা ১১টা ৫৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কাভার্ড ভ্যানের চাপায় তিনি গুরুতর আহত হন। কাল রাত আটটার দিকে আহত কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।আজ কিবরিয়ার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলাউদ্দিন। এখন কিবরিয়ার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।কাল চাপা দেওয়ার ঘটনার পর নলিছিটি থানার পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি জব্দ ও এর চালক জলিল সিকদারকে আটক করা হয়। আটক জলিল সিকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুচ্ছামারি এলাকার বাসিন্দা।চাপা দেওয়ার ঘটনায় আটক কাভার্ড ভ্যানের চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। কাল দিবাগত রাতে বরিশাল নগরের বন্দর থানায় ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে বেপরোয়া গতিতে যান চালানো, সংকেত অমান্য, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তির (মোটরসাইকেল) ক্ষতিসাধন, হত্যার উদ্দেশ্যে আক্রমনসহ সাতটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

About admin

Check Also

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)থেকে: কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারন সভা ২০২৫ রেজিষ্ট্রি …

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে কাউনিয়ায় কফিন মিছিল

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,   গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম …

চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রামের চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্যপারীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *