এম এ কে লিমন (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সবুজ ও পরিচ্ছন্ন উলিপুর গড়ার লক্ষে বৃক্ষ রোপন করে উলিপুর উপজেলাকে দেশের সামনে তুলে ধরার আশাবাদি হয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এর পুত্র সালমান হাসান ডেভিড।
মঙ্গলবার(১৬ জুলাই) বিকেলে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে অবস্থিত নাগরাকুড়া টি বাধে বৃক্ষ রোপন করেন।
এবং পরবর্তীতে ভাঙ্গন কবলীত বাধটি পরিদর্শন করেন এবং চলমান কাজের অগ্রগতির খোজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ নাজমুল হুদা রুবেল, গুনাইগাছ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সাজু, চ্যানেল এস জেলা প্রতিনিধি মজাহারুল ইসলাম মিলন, বাংলার আলো উলিপুর উপজেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন মিঠু, চ্যানেল ঊনসত্তর টিভির বিশেষ প্রতিনিধি আল-আমিন খান লিমনসহ সম্মানিত ব্যক্তিবর্গ।