কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত হয়ে পড়েছে গোটা ঐতিহাসিক চিলমারী উপজেলা। উপজেলার সবকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম-চিলমারী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কপথও পানিতে ঢুবে গিয়েছে। পানি প্রবেশ করেছে থানার মধ্যেও।
এছাড়া চিলমারী খাদ্য গুদাম ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাব-স্টেশনে পানি প্রবেশের উপক্রম হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্মাণ পরিচালনা রক্ষণাবেক্ষণ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আজিজুল হক।