মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
মোঃইব্রাহীম খলিল তুহিন,রংপুর প্রতিনিধিঃ
বাণিজ্য মন্ত্রী টিপু ম্ুিন্স গতকাল শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন । উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় ছয় শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ ও শুকনা খাবার।এসময় বন্যাদুর্গত জনতার উদ্যেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না । প্রত্যেক মানুষকে সরকারী ভাবে সাহায্য প্রদান করা হবে । কৃষিতে আমরা স্বয়ং সম্পন্ন। তাই খাদ্য শস্যে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি। পাশাপাশি ফলমূলেও স্বয়ং সম্পন্ন হতে হবে। এবারে চাহিদার তুলনায় ধান ও আলু বেশী উৎপাদন হয়েছে। এসব খাদ্যশস্য বিদেশে রপ্তানী করা হচ্ছে।তিনি বলেন আমাদের দেশে এবছর প্রচুর কাঁঠাল উৎপাদন হয়েছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ ফল বিদেশে রপ্তানির চিন্তাভাবনা করা হচ্ছে।এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন ও ছাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম। বাণিজ্য মন্ত্রী টিপু ম্ুিন্স পরে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন ।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ ও উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান প্রমুখ।