ইব্রাহীম খলিল তুহিন, রংপুর প্রতিনিধিঃ
শনিবার বহু কাঙ্খিত রংপুর মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ রংপুর জিলা স্কুল মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্মেলনকে সফল করার লক্ষে সন্ধ্যায় সম্মেলনস্থলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এন আই আহমেদ সৈকত, মিজানুর রহমান মায়া রংপুর মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ।