কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর দীর্ঘদিনের জমে থাকা অনিয়ম-দূর্নীতি ওও কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসের প্রজেক্টর মডেমসহ বিভিন্ন যন্ত্রপাতির জন্য বরাদ্দ ১লাখ ৫০ হাজার টাকা ও ৭বছরে পুকুর লিজ-জমির আবাদসহ কলেজের ৫০লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এনে শনিবার(২০ জুলাই) সকালে নাজিমখান-রাজারহাট সড়কে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে চেয়ার-টেবিল-বেঞ্চ ভাংচুর করে নাজিমখান বাজারে বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধের পর অগ্নিসংযোগ করে শিক্ষার্থী ও এলাকাবাসী।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার কর্মকর্তা ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিষয়টি নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগামি ২০আগষ্ট বিদ্যালয়ের হিসাব-নিকাশ বুঝে দিয়ে ইস্তেফাপত্র দিবেন। এ ছাড়া নিয়মিত ক্লাসের জন্য রুটিন করে দেয়া হয়েছে।