শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / রাজারহাটে এক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ *

রাজারহাটে এক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ *

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর দীর্ঘদিনের জমে থাকা অনিয়ম-দূর্নীতি ওও কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসের প্রজেক্টর মডেমসহ বিভিন্ন যন্ত্রপাতির জন্য বরাদ্দ ১লাখ ৫০ হাজার টাকা ও ৭বছরে পুকুর লিজ-জমির আবাদসহ কলেজের ৫০লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এনে শনিবার(২০ জুলাই) সকালে নাজিমখান-রাজারহাট সড়কে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে চেয়ার-টেবিল-বেঞ্চ ভাংচুর করে নাজিমখান বাজারে বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধের পর অগ্নিসংযোগ করে শিক্ষার্থী ও এলাকাবাসী।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার কর্মকর্তা ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিষয়টি নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগামি ২০আগষ্ট বিদ্যালয়ের হিসাব-নিকাশ বুঝে দিয়ে ইস্তেফাপত্র দিবেন। এ ছাড়া নিয়মিত ক্লাসের জন্য রুটিন করে দেয়া হয়েছে।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *