ইমন দাস,সিনিয়র রিপোর্টারঃ
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে; তবে দায়িত্বশীল কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিশ্চিত হতে পারেনি। রোববার রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে; উদ্ধার তৎপরতা শুরু হয়নি।ঘটনাস্থলে উপস্থিত ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মকর্তা আনোয়ারুল হক রাত পৌনে ১০টার দিকে সমকালকে বলেন, একটি ট্যাক্সি ক্যাব ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ডুবুরি দলের উদ্ধারকারী সদস্যরা আসছে। উদ্ধার তৎপরতা শুরু হবে।সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার তথ্য জানিয়েছেন। উদ্ধার তৎপরতা শুরু হবে।প্রত্যক্ষদর্শী জসিম সমকালকে বলেন, দ্রুত গতির একটি ট্যাক্সি ক্যাব হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।এর আগে ২০১০ সালের অক্টোবরে অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে একই ব্রিজে ওঠার সময় বৈশাখী পরিবহনের একটি বাস তুরাগে পড়ে ডুবে যায়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। নিখোঁজও হন কয়েকজন।