কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশারিয়ার ঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের বকুল মিয়ার পুত্র।
হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন জানান, পারভেজ নিজ বাড়ির পানিতে পড়ে থাকা বিদ্যুৎ এর লাইন মেরামত করতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।