মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।রবিবার দুপুর ২টায় চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ দাস পাড়ায় আনন্দ মার্গ সংঘ এর আয়োজনে ২৩০ জন পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মার্গ সংঘ’র আর এস আচার্য শিব প্রমানন্দ অবধ্যুত বিশেষ অতিথি আচার্যা নিত্য নবিনা অবধুতিকা। অন্যান্যদের মধ্যে বাচ্চু রাম দাস, রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোপিনাথ চন্দ্র দাস, উজ্জল চন্দ্র রায়, অনিক চন্দ্র রায় গায়েত্রী রানী রায়, আনন্দ টিভি কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন প্রমুুখ উপস্থিত ছিলেন।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট, খোরমা ও খাবার স্যালাইন বিতরন করা হয়।