নাদিরা খানম তুলি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। ইতিমধ্যে রাজধানীর চারপাশের জেলাগুলোতে বন্যার পানি চলে এসেছে। তবে দু–এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়ে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
বন্যা ও পানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও মধ্যাঞ্চলে পানি সহজে নামবে না। কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করা ব্রহ্মপুত্র নদের পানি যমুনা হয়ে এখন দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে এসেছে। গতকাল রোববার থেকে পদ্মাপারের জেলা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও রাজবাড়ীতে বন্যার পানি বাড়তে শুরু করেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। ওই নদের তীরবর্তী জেলা শেরপুরে ইতিমধ্যে বন্যা শুরু হয়ে গেছে। পানি বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ময়মনসিংহ জেলায় বন্যার পানি চলে আসতে পারে। এই পরিস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে। বন্যায় আক্রান্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও ওষুধের মজুত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।