মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

অসহায় দুই বোনের আর্তনাদ, এখন হামাক কে আদর করবে? **

এম এ কে লিমনঃ 
মা বেশ কিছুদিন আগে ছেড়ে গেছে। আব্বা ছিল পাশে। মা না থাকলেও আব্বার আদর পেতাম। কিন্তু এই বানের পানি আমাদের আব্বাকেও কেড়ে নিল, এখন হামাক কে আদর করবে? কেডা জামা বানিয়ে দিবে? দোকানে নিয়ে যাবে কে? হামার দুই বোনের কি হইবে? এমন নানা প্রশ্ন বানের পানিতে নিহত রিক্সা চালক ফিরোজের মেয়ে ফেরদৌসীর (৭)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার গভীররাতে সবুজ পাড়া মাছাবান্দা নালার পাড় ব্রিজে বসে নিজ মনে বাঁশি বাজাচ্ছিলেন ফিরোজ। এ সময় সেখানে আশ্রয় নেয়া কয়েকজন তাকে বাঁশি বাজাতে নিষেধ করেন। পরে সেখান থেকে মধ্য মাছাবান্দা রাস্তা দিয়ে চলে যান তিনি। পরদিন ব্রিজের পাশে তার রিক্সা পড়ে থাকলেও তাকে আর পাওয়া যায়নি।আজ মঙ্গলবার সকালে ওই এলাকার বিলে কয়েকজন মাছ মারতে গিয়ে তার লাশ দেখতে পান। এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।

রাস্তার পার্শ্ববর্তী কয়েকজন মহিলা জানান, তারা ঘটনার দিন ওই স্থানে চিৎকার ও গোঙানোর শব্দ শুনেছিল। এলাকাবাসীর ধারনা, রাস্তায় পানি আর স্রোত থাকায় হয়তো ঘটনাক্রমে পানিতে তালিয়ে যায় এবং মৃত্যুবরণ করে। তারা আরো জানান, নিহতের হাত থেকে একটি টর্চ লাইট পেয়েছেন। নিহত ফিরোজ উপজেলার মধ্য মাছাবান্দা নেচা বুদ্দিনের ছেলে। ফেরদৌসী (৭) ও সিমা (৪) নামে তার ছোট ছোট দুই মেয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *