বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজারে সোমবার রাতে বাবু মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।আটক বাবু মিয়া রংপুর কোতয়ালী থানার গুয়াতি পাড়ার ছাদেক আলীর পুত্র। জানা যায়,ওই ব্যক্তিকে সোমবার রাতে বুড়াবুড়ি বাজারে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।এলাকাবাসী ওই ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে পিটুনি দিয়ে আটকে রেখে থানায় খবর দেয়।পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। এব্যাপারে মঙ্গলবার(২৩ জুলাই) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, আটক বাবু মিয়া মানষিক ভারসাম্যহীন।আটকের বিষয়টি তার পরিবার জানতে পেরে তার মা জয়গুন থানায় আসলে তার জিম্মায় বাবু মিয়াকে দেয়া হয়।